Engineersarena

Simple Series Circuit KVL verification Using PSIM-02

পিসিম সিমুলেশন টিউটোরিয়ালের দিত্বীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি । পিসিম সিরিজের ২য় টিউটোরিয়াল থাকছে একটি সিরিজ সার্কিটের সিমুলেশন। আমরা কিছু বেসিক জিনিস জেনে শুরু করছি আমাদের টিউটোরিয়াল। তার মধ্যে একটি হল, “যে রেজিস্টারের মান যত কম তার সাপেক্ষে তত কম ভোল্টেজ ড্রপ হয়। অপরদিকে যে রেজিস্টারের মান যত বেশি তার সাপেক্ষে তত বেশী ভোল্টেজ ড্রপ হয় ।“ আরেকটি লক্ষনীয় বিষয় হল সিরিজ সার্কিটের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট সব সময় সমান হয়। এছাড়া সার্কিটের প্রতিটি রেজিস্টারের সাপেক্ষে ভোল্টেজ ড্রপ যোগ করলে সোর্স ভোল্টেজের সমান হবে।

তাহলে চলুন শুরু করা যাক আজকের সিমুলেশন টিউটোরিয়ালঃ

সার্কিটের মডিউল ফাইলটিকে প্রাকটিসের জন্য সাথে দেয়া হলঃ

পোস্টটি সম্পর্কিত কোনো সমস্যা অথবা যে কোনো মতামত আমাদেরকে জানানঃ